নিজস্ব প্রতিবেদক :
পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
আকতারুল ইসলাম জানান, দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের দুই কোটি ৭ লাখ ১ হাজার ৩১৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার।
কয়েক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৩ সালে মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে প্রথম দুদক অনুসন্ধান শুরু করলেও পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে সেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্যান্য পুলিশ কর্মকর্তার সঙ্গে তার দুর্নীতির অনুসন্ধান পুনরায় শুরু করে দুদক। অনুসন্ধান শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করা হয়।
এরই মধ্যে গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে মোল্যা নজরুল ইসলামকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানা এলাকার কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে গত ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।