রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার (প্রিন্স) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুনাজ আহমেদ নূরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, সাদেক খানের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নিজের নামে কয়েকটি মার্কেট করার পাশাপাশি দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে জমি-ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুনাজ আহমেদ নূরের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

সর্বশেষ - জাতীয়