রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারের কোনো সংকট নেই। দেশে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। এতে আমদানির প্রয়োজন পড়ে না, বরং কদিন পর বাংলাদেশই সার রপ্তানি করবে।

রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল মজিদ এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ সার উৎপাদন হচ্ছে, তা সংরক্ষণ করাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত থাকলেও সেভাবে দাম কমার কোনো সম্ভাবনা নেই।

গ্যাস সংকট সার উৎপাদনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান শিল্পমন্ত্রী৷

বৈঠকে নতুন সরকারের সঙ্গে পরবর্তী ৫ বছর শিল্পখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পখাতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, রূপির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর