রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্ত্রী-সন্তানসহ শাহজাহান খানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার মেয়ে ঐশী খানের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে।

আজ রবিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, শাজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এ ছাড়া তার নামে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকা লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম তার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখায় সৈয়দা রোকেয়া বেগম ও শাহজাহান খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধায়া, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দন্ডবিধি ১০৯ ধারায় পৃথক একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শাহজাহান খানের ছেলে মো. আসিবুর রহমান তার পিতা শাজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখায় আসিবুর রহমান ও তার পিতার শাজাহান খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দন্ডবিধি ১০৯ ধারায় ধারায় পৃথক আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া শাজাহান খানের মেয়ে ঐশী খান জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১, কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার সম্পদের মালিকানা অর্জন করায় এবং তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ

ডিআরইউর নতুন সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন ও প্রচার সম্পাদক সুশান্ত

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার!

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

সব অপরাধের বিচার হবে: ড. ইউনূস

বরিশালে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সমাজকর্মী বেল্লালের ওপর হামলা