বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না—এমন সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি জানান, এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উত্থাপিত চারটি সংশোধনী আইন অনুমোদন পেয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের বিধান চালু হয়েছিল। তবে এবারের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই নিয়মে পরিবর্তন আনা হলো।

এর আগে, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি জানানো হয়েছিল।

সরাসরি ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের বিষয়েও আলোচনায় রয়েছে কিছু সংশোধনী প্রস্তাব, যা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামী বৈঠকে।

 

 

সর্বশেষ - রাজনীতি