নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৬ অক্টোবর) বনানী থেকে তাকে আটক করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বিকেলে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।