বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নারীসহ নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)।

এ ঘটনায় রবিন হোসেন নামে প্রাইভেটকারের আরেক যাত্রী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে প্রাইভেটকারে করে ওই চারজন ঢাকা থেকে মাওয়া বেড়াতে এসেছিলেন। ভোরে তারা ঢাকার দিকে ফিরছিলেন। ভোর ৬টার দিকে ষোলঘর যাত্রীছাউনি এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে আরমান হোসেন ও তানজিল মারা যান। হতাহত চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “মাওয়া থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তি ও দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেয়। পানি ছিটিয়ে এক্সপ্রেসওয়ের ওই অংশ পরিষ্কার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।”

 

সর্বশেষ - রাজনীতি