কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। মাইমুনা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়। শুক্রবার ভোররাতে পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় আনোয়ার ও মাইমুনা মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। একই তথ্য জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান।
এর আগে ১৯ জুন ভোররাতে উখিয়ায় চারটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড়ধসের ঘটনায় ৮ জন রোহিঙ্গা ও ২ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।