কুমিল্লা থেকে এম এ মতিন মাসুম :
কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া মোল্লাবাড়ি গ্রামে সম্পত্তির বিরোধেকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত।
শনিবার সন্ধা সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুল ইসলাম (৪৮),। তিনি ওই গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে।ঘটনার পর নিহতের স্ত্রী লুৎফা বেগম কোতয়ালি থানায় ১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এর মধ্যে ১০ জনের নাম এজহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়,বিবাধীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। তারা প্রতিদিন অকথ্য গালাগাল করতো। কয়েকদিন ধরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।ইতিমধ্যে ২ লাখ টাকা দিলেও থামেনি তাদের হুমকি ধমকি।ঘটনার দিন সন্ধায় বিবাধীরা আমাদের বাসার গেইট ভেংগে প্রবেশ করে হামলা চালায়। এতে তার স্বামী মফিজুল ইসলাম প্রাণ হারায়।
নিহতের ছোট বোন রোকসানা জানান,বিবাধীরা দিনভর আমিন এনে সম্পত্তি মাফঝোপ করে। পরে সন্ধায় মাগরিবের নামাজের পর তারা বাসার সামনে এসে ককটেল ফাটিয়ে আতন্ক সৃষ্টি করে। এ সময় আজাদ মফিজুল ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাসেল লাঠি দিয়ে পায়ে প্রচন্ড আঘাত করে এবং ফারুক ঘুষি মারে। পরে তারা জোরপুর্বক ঘরে প্রবেশ করে হামলা চালায়।
স্থানীয়রা জানান,পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন মাফঝোপের পর সীমানা নির্ধারণ নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়। আর এ উত্তেজনার জেরই হলো মফিজুলের মৃত্যু।
গ্রামবাসীরা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।