শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুমিল্লায় সবজির জমিতে গাঁজা চাষ, চাষি আটক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

কুমিল্লা থেকে এম এ মতিন মাসুম : 

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজির জমিতে গাঁজা চাষের গোপন তর্থের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক চাষিকে আটক করেছে বুড়িচং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ জুলাই) সন্ধা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এস এস আই) কুমিল্লা কার্যালয়ের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা প্রশাসন,বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে গাঁজা চাষিকেআটক করে।

অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিমপাড়ায় মোঃ দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যাক্তিকে তার শবজি ক্ষেত থেকে গাঁজাসহ আটক করে। অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই টের পেয়ে অতিরিক্ত গাঁজা গাছগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরে তার বশতবাড়িতে তল্লাশি চালিয়ে একবক্স শুকনো গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
জানা যায়,ধৃত দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজি চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। আটক দুলাল মোঃ কালা মিয়ার ছেলে। তার বাড়ি বুড়িচং উপজেলার বড়াইল গ্রামের পশ্চিমপাড়া।
এ ঘটনায় রাতেই কুমিল্লা জেলা মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরি দর্শক,মোঃ মুরাদ হোসেন বাদি হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আজিজুল হক অপরাধ চিত্রকে বলেন,আসামী গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।পরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লার জেল হাযতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি