শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৫, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলমগীর (৫৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার পশ্চিম রাউজানের কায়কোবাদ আহম্মদ জামে মসজিদের সামনে রশিদর পাড়া সড়কের পাশে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আলমগীর রাউজান রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সাত্তারের ছেলে। এই ঘটনায় একই এলাকার কালু সওদাগরের ছেলে রিয়াদ (২২) গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী লাভলী আকতার বলেন, ‘আমরা আমার আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সংযুক্ত অভ্যন্তরীণ সড়কে একদল অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়।’

নিহতের ছেলে মোহাম্মাদ আরফাত বলেন, ‘আত্মীয় বাড়ি থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ে সংঘবদ্ধ অস্ত্রধারীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।সিএনজিতে ছিলাম, বাবা তার বাইকে ছিলেন। অন্তত ২০-৩০জন অস্ত্রধারীরা বাইকে করে এসে আব্বুকে লক্ষ্য করে গুলি করেছিল। গুলির শব্দ শুনে আমি পালিয়ে যায়। আমি প্রাণে রক্ষা পেলেও বাবা বেঁচে নেই। আমি কয়েকজনকে চিনতে পেরেছি। পুলিশকে বলেছি।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘ঘাড়েসহ নিহতের শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলির চিহ্ন ছিল। ঘটনাস্থলে মৃত্যু হলেও পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ’

প্রসঙ্গত, দুবৃর্ত্তের গুলিতে নিহত আলমগীরকে যুবদল নেতা উল্লেখ করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস’: আসিফ মাহমুদ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া সদর রেঞ্জ আব্দুল মান্নান ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এটিএম আলী নেওয়াজের হাতে জিম্মি

মহাকাশে প্রাণী পাঠাল ইরান

বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা

২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: মির্জা ফখরুল

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহত