চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম জুয়েল মোল্লা। সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ বিজ্ঞপ্তিতে জানায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল নগরীতে আত্মগোপন করে আছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানান, ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর চট্টগ্রামে আত্মগোপন করেন। গ্রেফতার এড়াতে কয়েকদিন পর পর স্থান পরিবর্তন করতেন।