চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মহাব্বত আলী (২৭) নামের এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ বিশেষ চাবি বিশেষ চাবি জব্দ করা হয়। যা দ্বারা মহাব্বত যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেলের তালা খুলতে পারেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসগর আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসগর আলী বলেন, গত ২৬ জুলাই শহরের বেলেপুকুর এলাকা থেকে এক গোয়েন্দা পুলিশের (ডিবি) মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরা দেখে আমরা চোরকে শনাক্ত করেছিলাম। কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে তাকে দেখতে পেয়ে দাঁড়াতে বলি। এতে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই চোর। পরে ধাওয়া দিয়ে তাকে ধরতে সক্ষম হয়েছি। এসময় তার সঙ্গে বিভিন্ন মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ১৯টি চাবি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার পিরোজপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত মোটরসাইকেল চোর মহব্বত আলীর বিরুদ্ধে চুরির আরও ৫টি মামলা রয়েছে। তার কাছে যে ১৯টি চাবি পাওয়া গেছে তা দিয়ে দেশের সব ব্যান্ডের মোটরসাইকেলের তালা খুলে দেওয়া সম্ভব।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত জুলাই মাস থেকেই জেলায় মোটরসাইকেল চুরি বেড়েছে। তাই তখন থেকেই মোটরসাইকেল উদ্ধারে আমাদের অভিযান চলছে। এই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় ১৯টি বিশেষ পদ্ধতির চাবিসহ এক চোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।