শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল আটক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

জাহিদ হাসান ,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে আটক করেছে সেনাবাহীনির সদস্যরা। বিভিন্ন অভিযোগে আজ শুক্রবার (৯আগস্ট) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের নৈহাটি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়। এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রপাতি উদ্ভার করা হয়।

তবে, এ ব্যাপারে সেনাবাহীনির নেত্রকোণা ক্যাম্পের মেজর জিসান জানান, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়েছে। অভিযান চলাকালে তার বাড়িতে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র পাওয়া যায়। আমলযোগ্য নানাবিধ অভিযোগ আছে তার বিরুদ্ধে।

স্থানীয় বিভিন্নসূত্র জানায়, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম এলাকায় খুবই প্রভাবশালী। তিনি জমি দখলসহ নানাভাবে স্থানীয়দের অত্যাচার ও নির্যাতন করে আসছিলেন। নৈহাটিবাজারে অবৈধভাবে একটি গরু বেচা-কেনার হাট বসানো হয়। এই হাট পরিচালনায় প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন মহলকে ম্যানেজের দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই হাটের জন্য প্রতিবছর কমপক্ষে ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি জানান, তার বিরুদ্ধে জমিদখল থেকে শুরু করে নারি নির্যাতনের মামলা দিয়ে মানুষকে ফাঁসানোর অভিযোগ আছে। অন্য একজন বলেন, তিনি মিথ্যে মামলায় অনেককে ফাঁসিয়েছেন।

মেজর জিসান বলেন, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন বিবেচিত হলে তাকে আইনগত প্রত্রিকায় আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত