শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ (শুক্রবার) ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬), ঝিনাইদহ জেলার হলিদানী গ্রামের মো. কাশেমের ছেলে মো. রাকিব (২৫), চুয়াডাঙ্গা জেলার সিএনপি পাড়া গ্রামের মৃত আবুর হোসেনর ছেলে মো. সবুজ (৩৫)।

গুরুতর আহতরা হলেন- অমিত (২৮), কাজল (২৮), প্রভাত ইসলাম, মো. সাগর (৪৯), আব্দুর রহমান (১৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সুত্রে জানায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পিছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস সজোরে ধাক্কা দেয়, এতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। নিহত হয় বাসের হেলপার মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে দুইজন নিহতের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের। ভোরে নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।

 

সর্বশেষ - জাতীয়