জাহিদ হাসান, নেত্রকোনা থেকে : নেত্রকোনার দুর্গাপুরে এক কিশারীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে । এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৬) সহ আরো তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। পুলিশ একজনের কথা স্বীকার করে জানায় মামলার প্রস্তুতি চলছে । মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিরিশিরি এলাকার এক রিসোর্ট সেন্টার থেকে তাদের আটক করা হয়।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা ও সংবাদ জানায় , ওইদিন বেলা আড়াইটার দিকে এক কিশোরীকে নিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বিরিশিরি এলাকার এক রিসোর্টে নিয়ে যায় দুর্জয় সহ আরো কয়েকজন যুবক। এ সময় রিসোর্টের দায়িত্বে থাকা ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে এক রুমের চাবি নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তিতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ ওই রিসোর্ট থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয়, ভুক্তভোগী কিশোরী সহ আরো তিন যুবকে আটক করে থানায় নিয়ে আসে।
ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঐ কিশোরী থানা হেফাজতে রয়েছেন। মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রদল নেতা বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই। তাঁর বিরুদ্ধে দৃস্টান্তমুলক কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ঘটনাটি ধামাচাপা দেওয়া জন্য একটি মহলা জোর চেষ্টা তদবির চালাচ্ছে।