বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নাটোরে নজর কেড়েছে মুগ ডালে তৈরি প্রতিমা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

নাটোর প্রতি‌নি‌ধি  :

নাটোর শহরের  উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক প্রতিমা। মুগ ডাল ব্যবহার করে এই মণ্ডপে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। যা এরই মধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিমাটি দেখতে আসতে শুরু করেছেন হাজারো মানুষ। তারা এই শিল্পকর্মের প্রশংসা করেছেন।

আড়াই মাসের চেষ্টায় মৃৎশিল্পী নীল কুমার দাস পুরো প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলেছেন। প্রথমে কাঠ, বাঁশ ও বিচালির মাধ্যমে তৈরি করা হয় দেবীর কাঠামো। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর তার ওপর সোনালি মুগ ডাল বসানো হয়।

পুরো প্রতিমাটি রূপে আনতে প্রায় ৬০ কেজি (দেড় মণ) ডাল লেগেছে। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহ-সব চরিত্রেই সূক্ষ্ম কারুকার্যে ডালের আবরণে সাজানো হয়েছে।

মণ্ডপে আসা কৃষ্ণা রানী সরকার বলেন, “ডাল দিয়ে অনেক চমৎকারভাবে দেবী দুর্গার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। নাটোরে মুগ ডালে তৈরি প্রতিমাটি দেখতে সিংড়া থেকে এসেছি। সেই সঙ্গে লালবাজারের পাটের আঁশ দিয়ে প্রতিমাটিও দেখলাম। অনেক সুন্দর ও নিখুঁতভাবে কাজ করা হয়েছে। অনেক ভক্ত প্রতিমাটি দেখতে আসছেন। ভেতরে প্রবেশ করাই যাচ্ছে না।”

নয়ন মিত্র নামে অপর দর্শনার্থী বলেন, “পরিবারের সবাই একসঙ্গে মুগ ডালের প্রতিমাটি দেখতে এসেছি। অনেক সুন্দর লাগছে। মা দুর্গাকে নতুন রূপে দেখতে পেলাম। সামনে মা আমাদের সকলের মঙ্গল করবেন।”

মিতালী আচার্য বলেন, “ফেসবুকে দেখে মুগ ডালে আবরণে তৈরি দুর্গা মাকে দেখতে এসেছি। মা সব রূপেই সুন্দর তা না দেখলে বুঝা যায় না। এবার মা আমাদের সব অভাব দূর করবেন এবং সুখ-শান্তিতে ভরিয়ে দেবেন।”

প্রতিমা শিল্পী নীল কুমার দাস বলেন, “গতবছর নাটোরে ধানের প্রতিমা দেখেছিলাম। এবার পাটের আঁশ দিয়ে মোড়ানো প্রতিমা দেখলাম। সেই থেকে আমরা চিন্তা করে মুগ ডাল দিয়ে প্রতিমাটি তৈরির উদ্যোগ নেই।”

তিনি বলেন, “কাজটি সহজ ছিল না। প্রায় ৬০ কেজি ডাল ব্যবহার করে পুরো প্রতিমাটি রূপে আনতে হয়েছে। আড়াই মাসের চেষ্টায় প্রতিমাটি তৈরি করি। এক নজর দেখতে অনেক ভক্ত মণ্ডপে আসছেন। প্রশংসা করছেন তারা।”

নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, “এবার মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণের সিদ্ধান্ত নেই। এরপর প্রতিমাশিল্পীর চেষ্টায় তা রূপে আনা হয়। প্রচুর ভক্ত পূজা-আর্চণা করতে আসছেন আমাদের মণ্ডপে। সবাইকে মুগ্ধ করেছে প্রতিমাটি।”

সর্বশেষ - রাজনীতি