সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে।

সোমবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার প্রয়াত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক মুনছের প্রামাণিক (৬০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসাইন বলেন, দুপুর ২টার দিকে নাটোর থেকে কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় ইজিবাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা।

 

সর্বশেষ - রাজনীতি