নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর চড়াইখোলায় দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুর রহমান বাবু মোল্লা নামের এক ব্যবসায়ী। শুক্রবার সকালে উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশিকুর রহমান বাবুর স্ত্রী তহুরা বেগম (৩৫), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৮)।
বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাবুকে গলা কাটা অবস্থায় বাড়ি থেকে বের হতে দেখে এলাকাবাসী উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করে।
তিনি আরও বলেন, বাবু ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। এ কারণে এ ঘটনা ঘটাতে পারে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।