নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দায় জমিতে মটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় একজন গুরুতর আহত হন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা শুনুই গ্রামে এ ঘটনা ঘটে। তারা হচ্ছে-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই সারুলিয়া গ্রামের সদর আলীর ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৪৯), একই এলাকার তার কর্মচারী ফজলু মিয়ার ছেলে রুপায়েন মিয়া (২৩)। আহত ব্যক্তি একই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৩৬)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।