মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নেত্রকোনায় সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৫, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোণার সীমান্ত দিয়ে চিনি চোরাচালান নিয়ে একটি মিডিয়ায় খবর সম্প্রচারের পর টিভি চ্যানেল রূপসী বাংলার (আইপি টিভি) নেত্রকোনা প্রতিনিধি লুৎফর জামান ফকিরকে হয়রানি ও নির্যাতন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।

সোমবার দুপুরে সদর উপজেলার মদনপুর বাজারের পাশে এক বাড়িতে আইপি টিভি রুপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি লুৎফর জামান ফকির এই সংবাদ সম্মেলনের এই অভিযোগ করেন ।

সংবাদ সম্মেলনে লুৎফর জামান বলেন, গত ২৬ ফেব্রুয়ারী জেলার সীমান্ত এলাকা কলমাকান্দা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান হয়ে আসা চিনি নিয়ে রুপসী বাংলায় সংবাদ প্রচার হয়। এর জেরে গত ২১ মার্চ অলি আহম্মদ নামে এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। এর পরেই তাকে গ্রেপ্তার করে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ। তার অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশ তার ওপর নির্যাতন চালায়। দুই মাস কারাগারে থাকার সময় আরো একটি মামলা হয় তার বিরুদ্ধে। এসব মামলা সবই মিথ্যা উল্লেখ করে লুৎফর জামান ফকির বলেন, তাকে হয়রানি করার জন্যেই এসব মামলা করা হয়। আর এসব মামলার পেছনে নেত্রকোণা পুলিশ সুপারের হাত রয়েছে বলে অভিযোগ তার। সংবাদ সম্মেলনে লুৎফর আরো বলেন, কারাগারেও তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযোগকারী লুৎফর জামান ফকির একাধিক মামলার আসামি। তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তার ওপর কোন ধরনের নির্যাতন করা হয়নি। আইনানুয়ায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়