শনিবার , ২৪ মে ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নোয়াখালীতে পুকুরে মিলল ১০ কেজির কোরাল, ৭ হাজারে বিক্রি

প্রতিবেদক
Newsdesk
মে ২৪, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর উপজেলায় পুকুরে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে তা ৭০০ টাকা কেজি হিসেবে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৪ মে) সকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্যা গ্রামের জাভেদ আলম তার নিজ পুকুর থেকে মাছটি ধরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাভেদ আলম তার পুকুরে মিশ্র প্রজাতির বিভিন্ন মাছ চাষ করেন। শনিবার সকালে জাল ফেলে মাছ ধরতে গেলে ১০ কেজি ওজনের একটি কোরাল পান। এসময় মাছটি একনজর দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। পরে নিলামে ৭০০ টাকা কেজি হিসেবে মাছটি বিক্রি করা হয়।

জাভেদ আলম বলেন, আমি পুকুরে মাছ চাষ করি এবং পাশাপাশি পুকুরের চারপাশে সবজি করি। আজ জাল দিয়ে মাছ ধরতে গেলে বিশাল একটি কোরাল পাই। পরে তা কেজি হিসেবে বিক্রি করি। তবে আমি পুকুরে কোরাল চাষ করি নাই কিংবা কোনো পোনাও ফেলি নাই। অন্যান্য মাছের রেনু বা পোনার সাথে সম্ভবত এটি পুকুরে ঢুকেছে এবং বড় হয়েছে। সুলভ মূল্যে মাছটি কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, তেমনি আমিও মাছ পেয়ে খুশি।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, খবর পেয়েছি জাভেদ আলম তার পুকুরে বিশাল একটি কোরাল পেয়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এবং উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল চাষির সংখ্যা বাড়ছে। কেউ কেউ কার্প জাতীয় মাছের সঙ্গেই এই মাছের চাষ শুরু করেছেন। এতে আর্থিকভাবে তারা লাভবানও হচ্ছেন।

সর্বশেষ - রাজনীতি