শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় শামসেদ হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই মাহমুদুল ইসলাম জানান, তার বড় ভাই চট্টগ্রাম নগর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশি সময় তিনি ঘরে থাকতেন না। রাত প্রায় দেড়টার দিকে বসতঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ছোট্ট আরেকটি ঘরে থাকতে যান। ভোররাতে সেই ঘরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তার স্ত্রী।

মাহমুদুল হাসান দাবি করেন, তার ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে।

এদিকে খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থলে যান পটিয়া থানার পুলিশ। পরে সকাল আটটার দিকে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি