কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি কাত হয়ে পড়লে দুটি প্রাইভেটকার ও সিএনজিচালিত একটি অটোরিকশা চাপা পড়ে। এতে একটি প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তবে অটোরিকশার যাত্রী আহত তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এসময় অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।’