বরিশাল প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে মাদক ও গাঁজা সেবকদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মো: বেল্লাল হোসেন নামের একজন তরুণ সমাজ সেবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত বিলাল চালিতাবাড়ী-পূর্ব জিড়ারকাঠি (সিপিজে) সোসাইটির সক্রিয় সদস্য। এ ঘটনায় বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত বেল্লাল (২১)।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় থানায় অভিযোগটি দায়ের হয়। এর আগে সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে স্থানীয় মাদকসেবীদের হামলার শিকার হন বিলাল।
এ বিষয়ে বিলাল জানান, সোমবার রাতে চালিতাবাড়ীর হারুণ হাওলাদারের ছেলে মুরাদ আমার ঘর থেকে ডেকে বাড়ির সামনের রাস্তায় নিয়ে আসে। তার সঙ্গে থাকা একই গ্রামের ইকবাল বেপারীর ছেলে ইয়াছিন বেপারী (১৮), রবিউল বেপারী (২৪)সহ আরো ৫/৬ জন নেশাগ্রস্ত ছেলে আমাকে জোড়পূর্বক জড়িয়ে ধরে জিজ্ঞাস করে যে, আমরা যারা এলাকায় নিয়মিত নেশা করি তাদের নামের তালিকা করে এলাকার যুব সংগঠন সিপিজে সোসাইটির নিকট কেন দিয়েছো?
বেল্লাল আরো জানান, আমি কোন তালিকা তৈরি করে সোসাইটিকে দেয়নি। তবে এলাকার সোসাইটির সদস্যরা গ্রামকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বাড়াচ্ছে। সুন্দর সমাজ গঠনে আমি তাদের সঙ্গে কাজ করছি।
এরপরে ৫জন মিলে আমাকে কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে দাঁত ও মুখ থেকে প্রচন্ড রক্ত বের হলে আমার হাতে থাকে স্মার্ট ফোনটি নিয়ে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বিলালের চিৎকার শুনে বাড়িরর লোকজন এসে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনার পরে স্থানীয় গন্যমান্যরা স্থানীয় মাদকসেবীদের পরিবারকে ক্ষতিপূরণ ও মোবাইল ফেরত দেয়ার আহ্বান জানালেও তা দেয়নি। এরপরে বুধবার এ বিষয়ে আহত বেল্লাল বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে চালিতাবাড়ী-পূর্ব জিড়ারকাঠি (সিপিজে) সোসাইটির সাধারণ সম্পাদক ও মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় একজন সক্রিয় সমাজকর্মীর ওপরে হামলার ঘটনা ন্যাক্কারজনক। বিলাল হোসেন যেকোন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সামনের সাড়িতে থেকে কাজ করছেন। স্থানীয় মাদকসেবীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সমাজের সকল শ্রেনির মানুষ হুমকির মুখে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
যোগাযোগ করা হলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকসেবীদের কোন ছাড় নয়।