ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে ও সন্ধ্যায় সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চম্পকনগর বাজার থেকে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্প্রতি রাষ্ট্রু মিয়া নামের একজন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় চম্পকনগর ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গতকাল সন্ধ্যায় চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়।