রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম নামের এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম স্থানীয় আক্তার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি তার পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এছাড়া একই এলাকার একটি দোকানে আরেকটি তাজা গুলি এসে পড়ে, যা স্থানীয়রা উদ্ধার করেছেন।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং আহত নারীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি পেয়েছে।

টেকনাফ সীমান্তের লোকজন ধারণা করছেন, মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সঙ্গে গোলাগুলির সময় গুলি উড়ে এসে নারীর পায়ে লাগে।

 

 

সর্বশেষ - রাজনীতি