মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বান্দরবানের ২৫ শ্রমিক

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিক ছাড়া পেয়েছেন। আজ মঙ্গলবার ভোরে লামা উপজেলার ফাসিয়াখালী সীমান্তবর্তী মুরুং ঝিরিপাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার ফাঁসিয়াখালীর কয়েকটি রাবার বাগান থেকে গত শনিবার দিবাগত রাতে ওই ২৫ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় এক রাবার বাগানের মালিক ফোরকান বলেন, ‘অপহৃত ২৫ শ্রমিকের মধ্যে আমাদের বাগানের ছিল ১২ জন। গত দুইদিন ধরে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছিলাম তাদের মুক্তির জন্য। দীর্ঘ আলোচনার পর আমরা ১২ জনের জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শ্রমিকদের ফিরে পেয়েছি। শ্রমিকরা শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।’

‘শুনেছি সব মিলিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সব শ্রমিক ছাড়া পেয়েছে। ছাড়ার আগে শ্রমিকদের মারধর করা হয়েছে। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে,’ বলেন তিনি।

অপহৃতদের বেশিরভাগ কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে মুরুং ঝিরিপাড়া থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন পরে পালিয়ে ফেরত আসে।

মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।

এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ছয়জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে গত সোমবার সকালে সন্ত্রাসীদের কাছ থেকে আহত অবস্থায় জিয়াউর রহমান পালিয়ে আসেন।

বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, ‘অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে খবর পেয়েছি। তারা ছাড়া পেয়ে নিজ বাড়িতে চলে গেছে।’

এর আগে, গত ১৪ জানুয়ারি গভীর রাতে দুর্গম বমুখাল এলাকা থেকে ৭ তামাক শ্রমিক ও ২ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে ৭ জনকে অপহরণ করা হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত