রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ইজিবাইকের ধাক্কায় মিজানুর রহমান (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়া সদরদী গ্রামের বা‌সিন্দা। তিনি রাজবাড়ী সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে মিজানুর রহমান ডিউটিতে ছিলেন। রাত ১টার দিকে বাগমারা এলাকায় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ওপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, এরপর তাৎক্ষণিকভাবে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করেন চি‌কিৎসক। আজ রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - জেলার খবর