বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লালপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে নসিমনের (স্থানীয় পরিবহন) ধাক্কায় মোছা. আরবি বেগম (৬০) ও চান্দু মোল্লা (৬৮) নামে দু’জন নিহত হয়েছেন। তারা দুজনে স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দক্ষিণ লালপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে আরবি বেগম ও চান্দু মোল্লা পায়ে হেঁটে লালপুর ত্রীমোহনী দিকে আসছিল এসময় পেছন থেকে একটি ট্রাক নসিমনকে ধাক্কা দিলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চান্দু মোল্লা। পরে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় আরবি বেগমকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়