সাভার প্রতিনিধি :
সিসা তৈরির কারখানার বিষাক্ত ধোঁয়ায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসল ও বনজ গাছপালা। ক্ষতিকর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বারবার অনুরোধ জানানো হলেও কারখানাটি বন্ধ করা হয়নি। তবে পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানোর পর শিগগিরই অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কোনো পোকামাকড়ের আক্রমণ বা পুষ্টির অভাবে নয়-কারখানা থেকে ভেসে আসা ক্ষতিকর ধোঁয়ায় ঝলসে গেছে সবজির পাতা। এতে কয়েক একর জমির শিম, ফুলকপি, বাঁধাকপি, করলা, ধনেপাতা, লাউসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি নষ্ট হয়ে গেছে। মারা যাচ্ছে বড় বড় গাছও।
স্থানীয়দের অভিযোগ, দেড় বছর আগে সাভারের তেঁতুলঝোড়ায় ফসলি জমির পাশে কোনো অনুমোদন ছাড়াই কারখানাটি স্থাপন করা হয়। সেখানে পুরোনো ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছে। ব্যাটারি পোড়ানোর সময় নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে একের পর এক ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সঙ্গে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন, তাহলে কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ থাকলে তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, সাভারে একাধিক শিসা ফ্যাক্টরি ও ব্যাটারি থেকে সিসা গলিয়ে অবৈধ প্রক্রিয়ায় সিসা উৎপাদন করা হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।
পরিবেশের জন্য ক্ষতিকর এসব কারখানা তৈরি বন্ধে সংশ্লিষ্ট বিভাগের কঠোর নজরদারি দরকার বলে মনে করেন পরিবেশবিদরা।

















