শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৭ দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট নিরসন হবে: শিল্প উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

সাভার (ঢাকা) প্রতিনিধি :

প্রায় এক মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। রমজান উপলক্ষে সংকটারও তীব্রতর হয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে।’

আজ শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই।’

সাত দিনের মধ্যে খেজুরসহ সব পণ্যের দাম কমে আসবে জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি সরবরাহ বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।’

পরিদর্শনকালে উপদেষ্টা ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - জেলার খবর