শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :

 

পর্যটকদের জন্য আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। একই সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটিতে ভ্রমণের সময়সীমা শেষ হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার। শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ চলাচল।

ভ্রমণপিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদফতর। এসময় প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

সেইসাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে কতৃপক্ষের। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচলকারী কেয়ারী সিন্দাবাদ জাহাজের ইনচার্জ নূর মোহাম্মত ছিদ্দিকী বলেন, পর্যটন ভ্রমণে সময় আরও এক মাস বাড়ানো হলে ভাল হতো।

দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম জিহাদী বলেন, এটি দ্বীপের জন্য নজিরবিহীন সংকট। পর্যটন বন্ধ হলে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে। সরকারের কাছে আবেদন, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটন চালু রাখুন।

সেন্টমার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পেরেছেন। এখন থেকে সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করেছে। এরপর আর পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। সরকার যদি ভ্রমণের সময় বাড়ায়, তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।চলতি বছর সেন্টমার্টিনে পর্যটনের সময় সংকুচিত করেছে পরিবেশ মন্ত্রণালয়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের ভরা মৌসুমে জারি করা এ নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের দাবি, এ সীমা অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত।গত ১ ডিসেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনে পর্যটক পরিবহন চালু হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেফতার

জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে

সচিবালয়ে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ফখরুলের

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে আঘাতের চিহ্ন: এনডিটিভি রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

‘ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের