মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভোরের কাগজ বন্ধ হয়নি, নিরাপত্তার স্বার্থে প্রধান কার্যালয় বন্ধ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের জনপ্রিয় দৈনিক ভোরের কাগজ বন্ধ হয়নি। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শুধুমাত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ রাখা হয়েছে। ছাপাখানা ও অনলাইন বিভাগসহ (ভোরের কাগজ ডট কম) অন্যান্য কার্যালয় ও ক্যাম্প অফিস চালু রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় ভোরের কাগজের নিয়মিত প্রকাশনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ভোরের কাগজ কর্তৃপক্ষের পক্ষে বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষ সম্প্রতি প্রতিষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান পরিষ্কার করেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, একটি বিশেষ রাজনৈতিক মহল ভোরের কাগজের নিয়ন্ত্রণ দখল করতে অপচেষ্টা চালাচ্ছে এবং কর্মীদের বিভ্রান্ত করে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি সম্পর্কে ভোরের কাগজ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তারা তাদের প্রতিষ্ঠানের সুরক্ষা এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে আইনসঙ্গত পদক্ষেপ গ্রহণ করবে। ভোরের কাগজ দেশের একটি বহুল প্রচারিত ঐতিহ্যবাহী দৈনিক। গত কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের কিছু কর্মী অযৌক্তিক ও অবাস্তব দাবি উত্থাপন করে আন্দোলনের নামে প্রতিষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। ভোরের কাগজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৩ বছরে কখনোই এ ধরনের দাবি উত্থাপিত হয়নি।

বিজ্ঞপ্তিতে ভোরের কাগজ কর্তৃপক্ষ দাবি করেছে, বিশেষ একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভোরের কাগজের কর্তৃত্ব দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অপচেষ্টার অংশ হিসেবে অযৌক্তিক দাবি উত্থাপন করে ভোরের কাগজের কর্মীদের একটি অংশকে বিভ্রান্ত করছে ও সহিংসতায় উস্কানি দিচ্ছে।

ভোরের কাগজ বন্ধ হয়নি। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শুধুমাত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ রাখা হয়েছে। ছাপাখানা ও অনলাইন বিভাগসহ (ভোরের কাগজ ডট কম) অন্যান্য কার্যালয় ও ক্যাম্প অফিস চালু রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা বিশেষ ব্যবস্থায় ভোরের কাগজের নিয়মিত প্রকাশনা অব্যাহত রয়েছে জানিয়ে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কর্মীদের আইনসঙ্গত ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার নীতি পোষন করে না। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বরাবরই সকল পর্যায়ের কর্মীর আইনসঙ্গত ও ন্যায্য বেতনভাতা পরিশোধ করে আসছে। এবং ভবিষ্যতেও পরিশোধে বদ্ধপরিকর। তা সত্তেও কর্মীদের বিভ্রান্ত অংশটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভোরের কাগজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানারকম অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এবং বহিরাগত কিছু লোককে সঙ্গে নিয়ে প্রকাশ্যে ও স্পষ্ট ভাষায় নানা রকম হুমকি দিচ্ছেন।

এই প্রেক্ষাপটে ভোরের কাগজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রতিষ্ঠানের সুরক্ষা তথা জানমালের নিরাপত্তার স্বার্থে ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়।

প্রতিষ্ঠানের স্বার্থে, বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ২৬ ধারা মোতাবেক কিছু কর্মীর চাকরি অবসান (টার্মিনেশন) করা হয়েছে । গত ২০ জানুয়ারি গৃহীত এই সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট কর্মীদের নিজ নিজ ঠিকানায় রেজিঃ ডাকযোগে চিঠি দিয়ে ও ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে। শ্রমআইনের ২৬ ধারা মোতাবেক চাকরি অবসায়নকৃত কর্মীদের যাবতীয় পাওনাদি যথাসময়ে গ্রহণ করার জন্য জানিয়ে দেয়া হয়েছে। হুমকি, ভয়ভীতি প্রদর্শন, ষড়যন্ত্র ও সহিংসতার পথ পরিহার করে প্রয়োজনবোধে দেশে প্রচলিত শ্রম আইন ও আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে ভোরের কাগজ কর্তৃপক্ষ।

ভোরের কাগজ কর্তৃপক্ষ দৃঢ় ভাবে ব্যক্ত করছে যে, রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থানরত প্রতিষ্ঠানের শত শত কর্মীর রুটি-রুজির সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যবাহী ও পাঠকপ্রিয় দৈনিক ভোরের কাগজ ধ্বংস বা দখলের কোনো ষড়যন্ত্র/অপচেষ্টা সফল হবে না । সেই সঙ্গে ভোরের কাগজ পরিবারের সকল সদস্যকে বিভ্রান্ত না হয়ে বা কারো উস্কানির ফাঁদে পা না দিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহবান জানাচ্ছি।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শুধু প্রতিষ্ঠান হিসেবে ভোরের কাগজের বিরুদ্ধে বিষোদগার করেই থেমে থাকেননি; তারা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদক, প্রশাসনিক ব্যবস্থাপক, বিজ্ঞাপন ব্যববস্থাপক ও হিসাব বিভাগের প্রধানসহ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তারা উল্লিখিত কর্মকর্তাদের নাম ও পদবী উল্লেখ করে নানাভাবে হুমকি দিচ্ছেন ও ভয়ভীতি প্রদর্শন করছেন। গত ২৬ জানুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের বাসার সামনে জড়ো হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন । এতে স্থানীয় বাসিন্দারাও বিড়ম্বনার শিকার হন।

সর্বশেষ - জেলার খবর