বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ক্র্যাব

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৮, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চার দশকের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বহুল প্রত্যাশিত সরকারি নিবন্ধন পেয়েছে। ঢাকা জেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এ নিবন্ধন দিয়েছে। নিবন্ধন নম্বর: ঢ-০১০০৬৯।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছে নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকার উপপরিচালক মো. রকনুল হক।

ক্র্যাব কার্যনির্বাহী কমিটি-২০২৪ দায়িত্ব নেওয়ার পর সংগঠনের সদস্যদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে নিবন্ধনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। আবেদন করার পর নামের ছাড়পত্র গ্রহণ এবং সব ধরনের যাচাই-বাছাইয়ের পর পাওয়া যায় কাঙ্ক্ষিত নিবন্ধন।

নিবন্ধন লাভ ক্র্যাবের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি বলে মনে করছে কার্যনির্বাহী কমিটি। এ অর্জন সংগঠনের মর্যাদা ও ভাবমূর্তি আরও এক ধাপ এগিয়ে নিল। এর মাধ্যমে সংগঠন ও সদস্যরা নতুন কিছু পাবেন বলে বিশ্বাস করা হয়।

কার্যনির্বাহী কমিটির ওপর আস্থা রাখায় ক্র্যাব সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ক্র্যাব নেতারা।

 

সর্বশেষ - জাতীয়