নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার অর্থ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র সাব-এডিটর হানজালা শিহাব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ ২২ নভেম্বর বুধবার দুপুরে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রায় দুই বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হানজালা শিহাব এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিজেএফ’র নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে পিজেএফ’র সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।