মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রেকর্ড গড়লেন ইমরান খান

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২২ ৪:০৫ পূর্বাহ্ণ
রেকর্ড গড়লেন ইমরান খান

ঘুরে দাঁড়চ্ছেন ইমরান খান। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির উপনির্বাচনে সাত আসনে প্রার্থী হয়ে ছয় আসনেই বিজয়ী হয়েছেন পিটিআই চেয়ারম্যান।

রোববার উপনির্বাচনের ভোটাভুটি হয়। ইমরানের এই বিজয় ক্ষমতাসীন পিএমএল-এন দলের জন্য বিরাট ধাক্কা। এর আগে ২০১৮ সালের নির্বাচনে একাই পাঁচ আসনে জিতেছিলেন ইমরান। খবর ডন ও জিওটিভির।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব আসন হচ্ছে মারদান-৩, চরসাদ্দা-২, পেশোয়ার-৫, ফয়সালাবাদ-৮, নানকানা সাহিব-২, মুলতানে-৪, মালির-২, করাচি-১। এর মধ্যে একাই সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইমরান খান।

তিনি জয় পান ছয়টিতেই। শুধু মুলতানে পিপিপির হাকিম বেলুচের কাছে হেরে গেছেন ইমরান। অন্যদিকে করাচিতেও হেরে গেছে ইমরানের দল। ওই আসনে ইমরান খানের ভাইয়ের মেয়ে বানু কোরেশি প্রার্থী হয়েছিলেন। উপনির্বাচনে এবার নিজেদের এ দুটি আসনই হারাল ইমরান খানের দল পিটিআই। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে এই দুই আসনে জিতেছিল ইমরানের দলের প্রার্থী।

চলতি বছরের এপ্রিলে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পিটিআই সংসদ-সদস্যরা পদত্যাগ করলে আটটি আসন শূন্য হয়।

ওই শূন্য আসনগুলোতে রোববার উপনির্বাচন হলো। এদিকে উপনির্বাচনে একসঙ্গে এতগুলো আসনে বিজয়ী হয়ে রেকর্ড গড়েছেন ইমরান খান। তার আগে একসঙ্গে পাঁচটি আসনে প্রার্থী হয়েছিলেন পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো।

তবে সে সময় চারটি আসনে বিজয়ী এবং একটিতে হেরে গিয়েছিলেন ভুট্টো। সেই রেকর্ড ভেঙে একাই ছয় আসনে বিজয়ী হলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

মূলত ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তারপর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল পিটিআই। শাহবাজ সরকারকে সরাতে উঠেপড়ে লাগেন ইমরান-অনুগামীরা।

দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই। তারপর এই উপনির্বাচনে অধিকাংশ আসনে ইমরানের দলের জয় উল্লেখযোগ্য।

সম্প্রতি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ স্লোগান দিয়ে ‘লং মার্চ’ শুরু করার কথা ঘোষণা করেছেন ইমরান। ঘোষণা করেছেন-দেশজুড়ে অভূতপূর্ব সমর্থনের জোয়ারে ভেসে তিনি রাজধানী ইসলামাবাদ পৌঁছবেন।

তারপর সরাসরি কথা বলবেন দেশবাসীর সঙ্গে। সেখানেই ঠিক হবে ভবিষ্যৎ রণকৌশল। সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ের পর ইমরানপন্থিরা বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করা হচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়