শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বায়ুদূষণের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এমন অবস্থায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে জরুরি নয় এমন সব ভবন নির্মাণ কাজ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র তথ্য অনুযায়ী, আজ ৩ নভেম্বর শুক্রবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কার্যালয় থেকে জাতিসংঘের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দিল্লির বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পাশাপাশি পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয় কার্যালয় থেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচআই) তত্ত্বাবধানে পরিচালিত একিউআই সূচক অনুযায়ী, কোন শহরের বাতাসের গুণাগুণ ০ থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকলে ভালো। ৫১ থেকে ১০০ পয়েন্টের মধ্যে থাকলে সন্তোষজনক। ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে সহনীয়। ২০১ থেকে ৩০০ পয়েন্টের মধ্যে থাকলে খারাপ। ৩০১ থেকে ৪০০ পয়েন্টের মধ্যে থাকলে খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ পয়েন্টের মধ্যে থাকলে বিপজ্জনক। সম্প্রতি নয়াদিল্লির বাতাসের গড় মান নেমেছে ৩৪৬ পয়েন্টে। যা একিউআই সূচক অনুযায়ী খুব খারাপ পর্যায়ে আছে।

নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে অন্যতম। প্রতি বছর শীত মৌসুমে শহরটির বিভিন্ন কল-কারখানা ও গাড়ির ধোঁয়া অস্বাভাবিক হারে বেড়ে যায়। এছাড়া এসময়য় শহরের আশপাশের এলাকায় কৃষকরা তাদের জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল পুড়িয়ে থাকেন। অক্টোবরের শেষ থেকে দিল্লির বাতাস ভারী ও কুয়াশাচ্ছন্ন হতে থাকে। সেই ভারী কুয়াশাচ্ছন্ন বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা মিশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।

সর্বশেষ - জাতীয়