নিজস্ব প্রতিবেদক :
সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগুন, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচাল করতে চায়। এসব করে আমাদের ভয় দেখানো যাবে না।
তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। বিএনপির এই ধ্বংসাত্মক কর্মসূচি কঠোর হাতে দমন করে আমরাই বিজয়ী হবো।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ এখন কঠিন সময়ে পার করছে। বৈশ্বিক পরিস্থিতিতেও যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে দেশের একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি এখন অবরোধের নামে সাধারণ মানুষের ওপর-জুলুম নির্যাতন শুরু করেছে।
বিএনপি বিচারকের বাসভবনে হামলা, পুলিশ, সাংবাদিক, যানবাহনে অগ্নিসংযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীকে সতর্ক অবস্থায় থাকতে হবে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে সরকার পতন করতে চায়।
কাদের বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে- দেশবাসী আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে উদগ্রিব হয়ে আছে।
রোববার প্রায় ২৫টি যানবাহনে বিএনপি আগুন দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির অবরোধে বহু পুলিশ, সাংবাদিকসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। অন্যায় যারা করেছে তাদের কোনোভাবে ছাড় দেয়া হবেনা। যারা সন্ত্রাস করছে, আগুন নিয়ে জানমালের ক্ষতি করছে তারা কখনও জনগণের ভালো চায়না। এই সন্ত্রাসী হামলা জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রতিহত করবে।
শেষে তিনি বলেন, যেসব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।