মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৭

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের হাটহাজারীতে একটি দ্রুতগামী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিলো। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ধারণা করছি নিহতরা সকালেই সিএনজি অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য হতে পারে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা শাহাজাহান বলেন, বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে।

সর্বশেষ - জাতীয়