নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট লেখক, চলচিত্র পরিচালক এবং বাংলার বিজয় বহর ২০২৩ এর নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবাব (১৮ নভেম্বর, ২০২৩) লিটল ঢাকা রেস্টুরেন্ট এর অডিটরিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) ও লস এঞ্জেলেস আনন্দ মেলা’র সহ-সভাপতি সুলতান শাহরিয়া বাবু’র পরিকল্পনায় এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস ( বালা)র সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামলের সার্বিক তত্ত্বাবধানে লস এঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও শাজিয়া হক মিনির সঞ্চালনায় মনমুগ্ধকর পরিবেশে এ সংবর্ধনা দেয় হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)র সভাপতি রাখেন সৈয়দ এম হোসেন বাবু, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা)র প্রাক্তন সভাপতি আবু হানিফা, রঙ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি প্রাক্তন অধ্যাপিকা হাসিনা বাবু, বাংলাদেশের সুর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র প্রাক্তন সভাপতি জাহেদুল মাহমুদ জামি, লস এঞ্জেলেস সিটি কমিশনার ও বাংলার বিজয় বহরের বিওটি চেয়ার মাজিব সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইংল্যান্ড এম্পায়ার এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান নিরু, টাঙ্গাইল এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস (বালা)’র প্রাক্তন সভাপতি রেজাউল করিম রেজা, লংবিচ বাংলাদেশী কমিউনটি নেতা সোহরাব চৌধুরী, সালেহ আহম্মেদ, আসিক, টিটু, মোহাম্মদ আবুবক্কার সিদ্দিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস ( বালা)’র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল প্রমুখ।
শুভেচ্ছা ও মত বিনিময় এবং নৈশভোজ শেষে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন উর্মি আতাহার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এপলো, কাবেরী রহমানসহ স্থানীয় শিল্পীবৃন্দ।