নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক সহিংসতায় গত ৪০ দিনে ২৫০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের পর থেকে বিভিন্ন সময়ে দলটির ডাকা অবরোধ ও হরতালে সারা দেশে এসব যানবাহনে আগুন দেয়া হয়।
বুধবার ৪০ দিনে যানবাহনে আগুন দেয়ার পরিসংখ্যান দিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত তিনটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি করে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে একটি বাস ও দুইটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।
এ ছাড়া ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ডভ্যান ২১টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৩টি।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।
এ ছাড়া আক্রান্ত হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
২৮ অক্টোবরের সহিংসতার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে হরতাল–অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কর্মসূচি ঘোষণা হলেও দলটির কেন্দ্রীয় নেতাদের প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। হরতাল অবরোধের কর্মসূচির ঘোষণাও এসেছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে।
বিএনপির হরতাল–অবরোধ কর্মসূচিগুলোও ছিল সহিংস। গত ২৮ অক্টবরের পর রাজধানীসহ সারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।