বরগুনা প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ ৯ আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। :
আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার সকাল ১০টায় বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ তাদের শোকজ করেন।
শম্ভুর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে নির্বাচনী শোভাযাত্রা করা, বর্ধিত সভার নামে নেতাকর্মীদের জড়ো করে ভোট চাওয়াসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তার পক্ষে শোকজের চিঠি গ্রহণ করেন তার আইনজীবী মজিবুল হক কিসলু।
জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
শম্ভু ছাড়াও যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার, আমতলী উপজেলা চেয়ারম্যান এম.এ কাদের, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম হাসান, তালতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু।
তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক মাঝি,বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা।