নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী আরচণবিধি লঙ্ঘনের দায়ে আরও ৬ প্রার্থী ও ৮ সমর্থকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন– ইসি।
শুক্রবার পৃথক কয়েকটি চিঠিতে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মর্কতাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩ জন নৌকার প্রার্থী ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এদের মধ্যে নৌকার প্রার্থী রয়েছেন নোয়াখালী-২ আসনে সোহরাব সুমন, কুমিল্লা-৬ আসনে আমিনুল ইকরাম ও বরগুনা-১ আসনে মো. মতিয়ার রহমান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নোয়াখালী-২ আসনে প্রার্থী আতাউর রহমান, ফরিদপুর-৩ আসনে তোফাজ্জ্বল হোসেন সম্রাট ও ঠাকুরগাও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলী আসলামও রয়েছেন এ তালিকায়।
এর আগে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের নৌকার আব্দুল হাইসহ দুই প্রার্থী এবং ৬ সমর্থকের বিরুদ্ধে আলাদা ছয়টি মামলা করেছে নির্বাচন কমিশন।
এর আগে বৃহস্পতিবার রাতে ইসির আইন শাখা থেকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে আরো ৫ প্রার্থী ও ৯ সমর্থকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, ২ জন।
ইসি জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর গুরতর অসদাচরনের অভিযোগে লক্ষ্ণীপুর ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে ইসি।