নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশানে ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার এই নির্দেশ দেন।
এর আগে গত ১২ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ ৩০ দিনের মধ্যে গুলশান শপিং সেন্টার ভাঙতে ডিএনসিসি, রাজউকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। আজ আপিল বিভাগে প্রধান বিচারপতি হাইকোর্টের ওই আদেশ বহাল রাখেন।
গত বছরের ২৩ জুলাই গুলশান শপিং সেন্টারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঝুঁকিপূর্ণ এই ভবন ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য মৃত্যু ঝুঁকিরোধে সিলগালা করে ডিএনসিসি।
এর একবছর আগেই জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ২০২১ সালে ফায়ার সার্ভিস মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে চিঠি দেয়।