বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৪ ২:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত বছরের ২৮ অক্টোবরের নাশকতার অভিযোগে দায়ের করা আরো এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্য দিয়ে নাশকতার ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন আমির খসরু।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ একটি মামলার জামিন পেয়েছেন। অন্যটির শুনানি এখনও চলমান। এ মামলায়ও জামিন পেলে তার (আমির খসরু) কারামুক্তিতে কোনো বাধা থাকবে না।

এর আগে গত ২১ জানুয়ারি দুই মামলায় জামিন পান আমির খসরু। একই আদালতে গত ১৮ জানুয়ারি নাশকতার জন্য রমনা ও পল্টন থানায় পৃথকভাবে দায়ের করা ৮ মামলার মধ্যে চার মামলায় জামিন দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে। বাকি ৪ মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রেখে জামিনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ২ নভেম্বর রাতে রাজধানী গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আমির খসরুকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৪ ডিসেম্বর মামলাটিতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুমিত কুমার। রিমান্ড আবেদন বাতিল করে তিন কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

সর্বশেষ - জাতীয়