নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জি এম কাদের দলের চেয়ারম্যান, আমি মহাসচিব। দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে অব্যাহতি দিতে পারেন না।
রোববার ২৮ জানুয়ারি রওশন এরশাদের জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে দলীয় গঠনতন্ত্রের ২০/১ ধারায় অব্যাহতি দিয়ে এবার নিজেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার ঘোষণার পর এই কথা বলেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, এর আগেও এমন ঘোষনা দিয়েছেন রওশন এরশাদে। এমন ঘোষণা অগঠনতান্ত্রিক, এটা আমরা আমলে নিচ্ছি না।
রোববার দুপুরে গুলশানে নিজবাসায় আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার ঘোষণা দেনর ওশন এরশাদে। দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে কাজী মামুনুর রশিদের নাম।
জাতীয় পার্টি থেকে বহিষ্কৃতদের স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে রওশন এরশাদ জানান, শিগগিরই জাতীয় পার্টির সম্মেলন করা হবে। দলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু। তিনি আরও বলেন, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।