নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধোলাইপাড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজ হোসাইন শাহিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু আমজাদ হোসেন আজিম (২০)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে শাহিন থাকতেন ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায়। বংশালে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন তিনি। একই এলাকায় মোটরপার্টসের দোকানে কাজ করেন আজিম।
আহত আজিম জানান, রাতে পাঁচটি মোটরসাইকেলে তারা ৯ বন্ধু মিলে ঘুরতে বের হন। মুন্সিগঞ্জ শ্রীনগর গিয়েছিলেন তারা। বেড়ানো শেষে সকালে আবার ঢাকায় ফিরছিলেন। আজিম এবং শাহীন ছিল একটি মোটরসাইকেলে। সেটি চালাচ্ছিল শাহিন।
আজিম আরও জানান, ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার পর মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ছিটকে গিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তার মুখমণ্ডল থেঁতলে যায়। আজিমের ডান হাত ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল ১০টার দিকে চিকিৎসকরা শাহিনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের শাশুড়ি রোজিনা আক্তার জানান, তিন বছর আগে তার মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে বিয়ে করেন শাহিন। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তিনি। সকালে তার দুর্ঘটনার খবর জানতে পারেন স্বজনরা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত আজিম ডান হাতে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।