নিজস্ব প্রতিবেদক :
মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মেয়র আতিকুল ইসলাম নিজে খালে নেমে ময়লা পরিষ্কার করার কাজে অংশ নেন। এ কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এ কার্যক্রম শুরু হয়। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।
এর আগে, গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছেলেন ডিএনসিসি মেয়র।
ময়লাযুক্ত মিরপুর প্যারিস খালে গলা-বুক পানিতে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
মেয়র আতিক বলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এটি শুধু পরিষ্কার না, খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এতে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এলাকাবাসীর দুর্ভোগ কমবে।
তিনি বলেন, আজ মিরপুর প্যারিস খাল দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। অথচ একসময় এ প্যারিস খাল দিয়ে নৌকা চলতো; মানুষ সাঁতার কাটতো। সবাই নির্বিচারে ময়লা ফেলে খালটি ভরাট করে ফেলেছে।