নিজস্ব প্রতিবেদক :
সড়ক-মহাসড়কে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন র্যাবের আইন ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, নির্বাচনের আগে থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক র্যাব টিম। এরপর অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় ৩৯ চাঁদাবাজকে আটক করে র্যাব-৩। বাকি ১২ জনকে গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় র্যাব-২ এর অভিযানে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা হয়।
কমান্ডার আল মঈন বলেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজরা বিভিন্ন সংগঠনের সদস্য পরিচয়ে রসিদ দিয়েও চাঁদা নিতো।
আর এদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান খন্দকার আল মঈন। বলেন, সামনে রোজার মাসে বিশেষ অভিযান চালাবে র্যাব।
চক্র ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় চাঁদাবাজ ও মজুমদারদের বিরুদ্ধে র্যাবের কঠোর হবে বলেও জানান খন্দকার আল মঈন।